ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ব্রাজিলের জন্য মিশা-জয়-বিপাশার গান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ৭ জুন ২০১৮ | আপডেট: ২২:৫৯, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠছে ১৪ জুন। আর এ নিয়ে উন্মাদনার যেন শেষ নেই। সারা বিশ্বেই বইছে বিশ্বকাপের হাওয়া। প্রিয় দল নিয়ে চলছে তুমুল উত্তেজনা। বাংলাদেশও এ থেকে পিছিয়ে নেই। সোশ্যাল মিডিয়াতে ভক্তদের উত্তেজনা লক্ষ্যণীয়। এই উত্তেজনার পারদ আরও একধাপ বাড়িয়ে দিল ব্রাজিল ভক্তদের জন্য নির্মিত একটি মিউজিক ভিডিও।  

এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা কবির, জারা ও দিয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সাজু আহমেদ। সঙ্গীত পরিচালনা করেছেন শাহিন ওয়াহিদ। এর পরিচালনার দায়িত্বে ছিলেন আকাশ নিবির। মিউজিক ভিডিওটির দৃশ্যেধারণ করা হয় বিএফডিসিতে।

গান প্রসঙ্গে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ফুটবল নিয়ে সবারই ভিষণ আগ্রহ রয়েছে। আমার জ্ঞান হওয়ার পর থেকে ব্রাজিলকে সমর্থন করি। সেই ভালোবাসা থেকেই গানটি করা। আমরা এর জন্য কোনো পারিশ্রমিক নেই নাই। আমাদের দেশে খেলা নিয়ে এমন অ্যারেজমেন্টে কোনো গান মনে হয় এর আগে হয় নাই। আশা করি দর্শকদের গানটি ভালো লাগবে।  

মিউজিক ভিডিওটি রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রোমোশনাল গান হিসেবে লাইভ টেকনোলজির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।           

এসি
  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি